২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নিয়ত অনুযায়ী প্রতিফল

নিয়ত অনুযায়ী প্রতিফল - ফাইল ছবি

ইয়াহইয়া ইবনু কাযা’আ রহ:...উমর ইবনু খাত্তাব রা: থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সা: বলেছেন, নিয়তের উপরেই কাজের ফলাফল নির্ভর করে এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। সুতরাং যার হিজরত আল্লাহ এবং তাঁর রাসূলের সন্তুষ্টির জন্য তার হিজরত আল্লাহ এবং তাঁর বসূলের জন্যই। আর যার হিজরত পার্থিব স্বার্থের জন্য অথবা কোনো মহিলাকে শাদি করার জন্য, সে তাই পাবে, যে উদ্দেশ্যে সে হিজরত করেছে।

সহিহ বুখারি : ৪৭০০


আরো সংবাদ



premium cement