২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জীবন গড়ার টিপস

জীবন গড়ার টিপস - ফাইল ছবি

এক. আপনি কি জানেন সুখ কী? সুখ মনের একটি অবস্থা। হ্যাঁ, প্রায়ই, সুখী হওয়ার জন্য আমাদের সব কিছু নিখুঁত হতে হবে বলে আমরা মনে করি। না! সব জিনিস নিখুঁত হতে হবে এমন নয়, তবে এটি অর্জনের জন্য কেবল আপনার মনে শান্তি থাকা দরকার। নিজের মধ্যে শান্তি খুঁজুন এবং এরপর সুখ আসবে।

দুই. জীবনের অপচয় করবেন না। এটিকে সর্বোত্তম কাজে লাগান, কারণ তিনি আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় দরজা খুলে দেবেন। তিনি আপনাকে সঠিক উপায় দেখিয়ে দেবেন, অন্ধকারে তিনি আপনার আলো হবেন, ঝড়ের প্রতিকূলতায় আপনার আশ্রয় হবেন, একাকিত্বের মুহূর্তগুলোতে আপনার সেরা সাহচর্য হবেন এবং বিশৃঙ্খলার মধ্যেও তিনি আপনার শান্তির উৎস হবেন!

তিন. হতাশাকে বিদায় দিয়ে দিন। যে কাজগুলো হয়নি সেগুলো ছেড়ে দিন। নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে নিচের দিকে টেনে নিয়ে যায়। ‘আমার জীবনে কখনো ভালো কিছু হয় না’ ধরনের অনুভূতিকে বিদায় করে দিন। ভালো এবং ইতিবাচক কাজে মনোনিবেশ করাকে বেছে নিন। সর্বশক্তিমান আপনার সুবিধার জন্য সবকিছু ঘুরিয়ে দেবেন!


আরো সংবাদ



premium cement