১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

সমন্বিত স্কলার্স ফোরাম ইক্যুয়িটির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত

সমন্বিত স্কলার্স ফোরাম ইক্যুয়িটির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত -

সমন্বিত স্কলার্স ফোরাম ইক্যুয়িটির উদ্যোগে ‘প্রকাশ্য সমালোচনার ইসলামী পদ্ধতি: প্রেক্ষিত বাংলাদেশের ওয়াজ মঞ্চ’ শীর্ষক আলোচনা সভা ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়।

দেশের সকল মতভেদের আলেমদের নিয়ে সভায় সভাপতিত্ব করেন দেশের প্রবীন কওমী আলেম মুফতী শামসুদ্দীন জিয়া, প্রধান মুফতি, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রফেসর সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা। উদ্বোধক হিসেবে আলোচনা করেন মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান,
অধ্যক্ষ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্রগ্রাম।

সভায় প্রধান আলোচক ছিলেন আহলে হাদীসের নেতা প্রফেসর ড. মোসলেহ উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. শাফী উদ্দিন মাদানী, প্রেসিডেন্ট, ইক্যুয়িটি, ডীন, শরীআহ্ ও ইসলামিক স্টাডিজ অনুষদ, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা মুহিব্বুল্লাহ বাকী, ভারপ্রাপ্ত খতিব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররাম, ঢাকা। অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিন, ন্যাশনাল দাওয়াহ্ ডিরেক্টর, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা), আমেরিকা। জনাব ফয়েজ উল্লাহ ভূঁইয়া, সভাপতি, রিলিজিয়াস রিপোর্টাস ফোরাম (আরআরএফ)। ড. মোহাম্মাদ লোকমান হোসেন, অধ্যাপক, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। মাওলানা গোলাম সারোয়ার সাঈদী, পীর সাহেব, আড়াইবাড়ি দরবার, কুমিল্লা। মুফতী হাবীবুর রহমান মিসবাহ, কুয়াকাটা, প্রিন্সিপাল, মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। মাওলানা কবি নুরুল আমীন আমজাদী, বিশিষ্ট ওয়ায়েজ ও সাবেক প্রভাষক, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসা, পিরোজপুর।

আলোচকগণ সবাই সমালোচনা প্রকাশ্য না করার জন্যে মতামত দেন।


আরো সংবাদ



premium cement