২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

২০০ মুসল্লির অংশগ্রহণে বায়তুল মোকাররমে জোহরের নামাজ

নিজস্ব প্রতিবেদক - সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার অংশ হিসেবে ঘরে অবস্থানের প্রভাব পড়েছে মসজিদগুলোতেও। আজ মাত্র ২০০ জনের মতো মুসল্লির অংশগ্রহণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহারের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। অন্যান্য সময় এই সংখ্যা তিন থেকে চার হাজার হতো। দেশের অন্যান্য মসজিদেও একেবারেই স্বল্পসংখ্যক মুসল্লির অংশগ্রহণে জোহরের জামাত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহামম্মদ মহীউদ্দিন মজুমদার বায়তুল মোকাররমের জোহরের জামাতে অংশ নিয়েছেন। তিনি এই প্রতিবেদককে জানান, মুসল্লি ২০০ জন হতে পারে, যা অন্যান্য সময় চার হাজারেও বেশি হতো। তিনি বলেন, আমরা মসজিদে মুসল্লিদের জন্য হাত ধোয়ার ব্যবস্থাসহ স্বাস্থ্যসুরক্ষার ব্যবস্থা অনেক আগেই নিয়েছি। তবে এখন মুসল্লির সংখ্যা একেবারেই কমে যাওয়ায় এবং ইসলামিক ফাউন্ডেশনের আহবান অনুযায়ী যারা মসজিদে আসছেন বাসা থেকে অজু করে আসছেন।

পারিপার্শ্বিক অবস্থার ব্যাপারে তিনি বলেন, ফুটপাট, আশাপাশের দোকানপাট সবই বন্ধ। লোকজনের চলাচলও তেমন নেই। ছুটির মধ্যেও স্বাধীনতা দিবসের দোয়ায় অংশ নিতে নিজে বায়তুল মোকাররমে যান বলে জানান।

দোয়া ও মোনাজাত : এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২০ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যোহর নামাজের পর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে নামাজের অংশ নেয়া প্রায় দুইশত মুসল্লি ও ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা অংশ নেন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মিজানুর রহমান। মুনাজাতে ২৬ মার্চ ও মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

এছাড়া বর্তমানে বিশ্বজুড়ে করোনাভাইরাস যেভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে তা থেকে যেন বাংলাদেশের মানুষসহ বিশ্বের মানুষ পরিত্রাণ পায় সেজন্য বিশেষভাবে দোয়া করা হয়।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মোঃ আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দারসহ বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত

সকল