১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু - প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় তার বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

হুসান উপজেলার শালবাহান ইউনিয়নের দানাগঞ্জ গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

জানা গেছে, সকালে হুসান বাড়ির উঠানে খেলা করছিল। সবার অগোচরে বাড়ি থেকে বের হয় সে। পরে তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া শালবাহান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement