বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
- বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা
- ০৭ জুলাই ২০২৪, ১৫:৪৮
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে সুভাত্রা (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুলাই) ভোর ৫টায় উপজেলার চৌটাকী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সুভাত্রা উপজেলার ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামের আকালু চন্দ্রের মেয়ে ও চৌটাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, সুভাত্রাকে শোয়ার ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড় দিলে সে তার মাকে বলে, ‘আমাকে কী যে কামড় দিয়েছে।’ পরে তার পরিারের লোকজন আলো জ্বালিয়ে সাপটিকে দেখতে পায় এবং সাপটিকে মারার চেষ্টা করলে সেটি পালিয়ে যায়। পরে ওঝা ও চিকিৎসককে বাড়িতেএনে চিকিৎসা দেয়া হয় সুভাত্রাকে। পরে তার শারীরিক অবস্থা অবনতি হয় এবং ভোর ৫টায় তার মৃত্যু হয়।
ধনতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সময় কুমার চ্যাটার্জি নুপুর বিষয়টি নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা