১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দিনাজপুরে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

- ছবি - নয়া দিগন্ত

দিনাজপুরের বিরামপুরে পিকআপের ধাক্কায় হোসেন আলী নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার এই দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী (৭০) বিরামপুরের টাটকপুরের মৃত ইছাহাক আলীর ছেলে।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য সকাল সাড়ে ৬টার দিকে ঘাস কাটতে যাচ্ছিলেন হোসেন আলী। রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মিনি পিকআপটি। পরে দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি জানান, লাশ উদ্ধারসহ এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। মিনি পিকআপটিকে চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছে তারা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement