১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

- ছবি - ইন্টারনেট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। তার নাম তামসী বেগম (৪৫)। তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার মৃত পরবত আলীর মেয়ে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের গোপালপুরের দাদা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে একটি অটোরিকশা ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তার ডান চোয়াল ভেঙে যায়। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার তৌহীদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার শিকার তামসী বেগমকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি মারা গেছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তামসী বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement