১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাকিমপুর পৌরসভার বাজেট ঘোষণা

হাকিমপুর পৌরসভার বাজেট ঘোষণা - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টায় পৌরসভার সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

সরকারের এসডিজি বাস্তবায়নের লক্ষে পৌর নাগরিকের দুর্ভোগ লাঘবে চলমান জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার ও নির্মাণ, চলমান বর্জব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, অডিটরিয়ার কাম কমিউনিটি সেন্টার, শিশু পার্ক নির্মাণ, ঘরে বসে পৌরসভার সেবা পেতে স্মার্ট পৌরসভা গঠনসহ জনগণের সেবার মান উন্নয়নে মোট ৩২ কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৪৭ টাকা বাজেট ঘোষণা করা হয়।

এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৯ কোটি ৫২ লাখ ৩৬ হাজার ৫৯৮ টাকা। এরমধ্যে রাজস্ব থেকে আয় ধরা হয়েছে দুই কোটি তিন লাখ ৫৯ হাজার ২১২ টাকা ও বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত উন্নয়ন বাবদ আয় ধরা হয়েছে ৩৭ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ১২৪ টাকা।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ৫২ লাখ ৩৬ হাজার ৫৯৮ টাকা। এরমধ্যে রাজস্ব বাবদ ব্যায় ধরা হয়েছে দুই কোটি এক লাখ ৯৮ হাজার ৪৭৪ টাকা ও বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ডের জন্য ব্যায় ধরা হয়েছে ৩৭ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ১২৪ টাকা।

পৌরস মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে বাজেট অধিবেশনে পৌরসভার সকল কাউন্সিলর ছাড়াও সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত হিসাবরক্ষক হাবিবা আকতারসহ পৌর আওয়মী লীগের সাধারণ সম্পদক নাসিম আহম্মেদ টুকু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী প্রধান ও আব্দুল লতিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement