১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেবীগঞ্জে ৩ ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

দেবীগঞ্জে ৩ ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা - ছবি : নয়া দিগন্ত

দেবীগঞ্জে তিন ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন কমিশনের উপসচিব মো: আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক পরিপত্রে সারাদেশের ১৯৫টি ইউনিয়ন পরিষদের শূন্য পদ পূরণে উপনির্বাচনের বিষয়টি জানানো হয়।

এ পরিপত্র থেকে জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ও চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়নের দুটি সংরক্ষিত ওয়ার্ডে এবং পামুলী ইউনিয়নের একটি সাধারণ ওয়ার্ডে সদস্য পদ শূন্য হওয়ায় আগামী ২৭ জুলাই সংশ্লিষ্ট ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৫ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই। নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৭ জুলাই।

উপনির্বাচনের বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ মো: আহ্সান হাবিব বলেন, সম্প্রতি দেবীগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মারা গেছেন এবং একটি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পদত্যাগ করায় তিন ইউনিয়নে তিনটি পদ শূন্য হয়েছে।

তফসিল অনুযায়ী শূন্য তিন পদে আগামী ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।


আরো সংবাদ



premium cement