রংপুরে ঘাঘট নদীতে গোসলে নেমে ২ ভাই-বোনের মৃত্যু
- রংপুর অফিস
- ২৬ জুন ২০২৪, ১৯:২২
রংপুর মহানগরীর ঘোড়ার ঘাঘটে ঠাকুর নদীতে গোসলে নেমে দুই শিশু মারা গেছে। তারা একে অপরের চাচাতো জেঠাতো ভাই-বোন।
বুধবার বিকেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভুরারঘাটে ঘাঘট নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়।
নিহত আরশি বেগ (১১) স্থানীয় আনিসুল ইসলামের মেয়ে এবং মুরসালিন আহমেদ জিম (৭) রতন মিয়ার ছেলে। এছাড়া আরশি ষষ্ঠ ও জিম প্রথম শ্রেণির শিক্ষার্থী। তারা একে অপরের চাচাতো ও জেঠাতো ভাই-বোন। তারা দু’জনই স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
হায়াত সার্ভিসের রংপুর স্টেশন ডুবুরি দলের প্রধান আতাউর রহমান জানান, খবর পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। দু’টি শিশুকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। আরেকজন শিশু সুস্থ আছেন। পরিবারের অজান্তে নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা