১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৬

পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৬ - ছবি : নয়া দিগন্ত

নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবের নামকস্থানে বাসের সাথে অটেরিকশার মুখোমুখি সংঘর্ষে শাকিল (১৭) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৬ অটেরিকশার যাত্রী।

শাকিল পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের মো: হেলাল উদ্দিনের ছেলে।

বুধবার (১৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, পূর্বধলাগামী একটি বাস উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবের নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাটি দুমরেমুচরে যায় এবং অটোরিকশার ছয়জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় লোকজন জানায়। এদের মধ্যে শাকিল নামে একজন ময়মনসিংহ হাসপাতালে চিকিসাধিন অবস্থায় মারা যায়।

পূর্বধলা ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন অফিসার এমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির যথারিতি আগুন নিভানোর কাজ করি। তবে এ সময় বাসের কাছে কোনো লোকজন ছিল না। আমাদের ধারণা কে বা কারা আগুন লাগিয়ে দিতে পারে। দুর্ঘটনার পর বাসে যে আগুন লাগে সেই রকম কোনো আলামত আমরা পাইনি।

খবর পেয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মহিষবের নামকস্থানে বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর বাসে আগুন লাগার খবর পাই এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। এ সময় তুমুল বৃষ্টি হচ্ছিল। সকাল বেলায় তেমন লোকজনও ছিল না। যে কয়জন লোকজন ছিল তারা আহতদের হাসপাতালে পাঠায়।


আরো সংবাদ



premium cement