ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু
- নীলফামারী প্রতিনিধি
- ০৬ জুন ২০২৪, ১৮:৪২, আপডেট: ০৬ জুন ২০২৪, ২১:২০
রংপুরের নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সুফিয়া বেগম (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হাতিবান্ধা ময়দানের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুফিয়া বেগম সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের বাসিন্দা এবং দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিদ্যালয় ছুটি শেষে স্বামীর মোটরসাইকেলে করে নীলফামারী আসার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুফিয়া মারা যান। আহত হন তার স্বামী আব্দুল হাই।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা