১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হতাহত ২

- ছবি : প্রতীকী

চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুশান্ত সরেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিশ্বজিত সরেন (২৪) নামের আরেকজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের আমতলী বাজার চকমুসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সুশান্ত সরেন ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি এলাকার সোনাই চন্দ্র সরেনের ছেলে এবং বিশ্বজিত সরেন চিরিরবন্দর উপজেলার স্বরস্বতীপুর এলাকার রবিন সরেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুশান্ত সরেন ও বিশ্বজিত সরেন আমতলী এলাকায় লিচুর বাগানে লিচু ছিড়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চকমুসা নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক ফুলবাড়ী থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সুশান্ত সরেন মারা যান ও বিশ্বজিত সরেন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আহত যুবককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সূত্রে আরো জানা গেছে, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে ও রাস্তার দু’পাশে আটকে থাকা যানবাহন চলাচল উন্মুক্ত করে দেয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আরো সংবাদ



premium cement