১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী পুনরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি ঘোড়া প্রতীকে ৪৭ হাজার ৭৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহিন শিকদার মোটরসাইকেল প্রতীকে ৩৫ হাজার ৫৬২ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে শাহজাহান আলী সোহাগ উড়োজাহাজ প্রতীকে ৪৪ হাজার ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান। তিনি টিউবওয়েল প্রতীকে ২৭ হাজার ৯০০ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন ফুটবল প্রতীকে ৪৮ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ারা বেগম সেলাইমেশিন প্রতীকে ২৭ হাজার ৩১১ ভোট পেয়েছেন।

ভূরুঙ্গামারী উপজেলার ইউএনও ও রিটার্নিং অফিসার গোলাম ফেরদৌস বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।


আরো সংবাদ



premium cement