১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিদ্যুৎস্পৃষ্ট বড় ভাইকে বাঁচাতে যেয়ে দু’জনেরই মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট বড় ভাইকে বাঁচাতে যেয়ে দু’জনেরই মৃত্যু - নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমিজ উদ্দীন (৪৮) ও রবিউল ইসলাম (৪৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া বর্মোতল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তমিজ উদ্দীন ও রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া বর্মোতল গ্রামের দবিজ উদ্দীনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১১টায় তমিজ উদ্দিন সেচ পাম্পের বৈদ্যুতিক শর্ট সার্কিট ঠিক করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকলে তার ছোট ভাই রবিউল ইসলাম ভাইয়ের হাত ধরে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মেইন সুইচ বন্ধ করে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পল্লী বিদ্যুৎ সমিতি বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের ইনচার্জ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে অফিসের একটি টিম পাঠানো হয়েছে।

এদিকে একই সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের মাতম শুরু হয়েছে। দুই ভাইই বিবাহিত।

এ বিষয়ে স্থানীয় ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement