৫ ঘণ্টায় ৫ ভোট!
সর্বশেষ ১ দশমিক ৯৫ শতাংশ ভোট গ্রহণ- মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)
- ২১ মে ২০২৪, ১৭:৪১
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচনে পৌরসভার ৮ নম্বর কেন্দ্রে ৫ ঘণ্টায় মাত্র পাঁচটি ভোট পড়েছে।
মঙ্গলবার (২১ মে) সৈয়দপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্যান্ট বোর্ড হাই স্কুল কেন্দ্রে সকাল ৮টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মাত্র এই পাঁচটি ভোট পড়ে।
ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ৫৩৪ জন। ভোট গ্রহণ শেষে বিকেল ৪টায় এর পরিমাণ দাঁড়ায় ৩০ জনে। শতকরা ১ দশমিক ৯৫ ভাগ।
যা সৈয়দপুরে নতুন রেকর্ড। ইতোপূর্বে গত জাতীয় সংসদ নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র ৪ শতাংশ।
সরেজমিনে গেলে সৈয়দপুর সেনানিবাসের গেটে দায়িত্বরত সৈনিক (আরএমপি) লতিফ ক্যান্ট বোর্ড স্কুলে প্রবেশে বাধা দেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মোবাইলে কল দিলে তিনিও নিষেধ করেন। ফলে কেন্দ্রে গিয়ে প্রকৃত চিত্র প্রত্যক্ষ করা সম্ভব হয়নি।
তবে এসময় জনৈক বয়স্ক নারী কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন, আমিসহ মাত্র পাঁচজন ভোট দিয়েছি। বাকি সময়ে আর দুই একটা ভোট পড়বে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
এমন পরিস্থিতির কারণ কি জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে মানুষের মাঝে ভোট নিয়ে কোনো আগ্রহ নাই। তাছাড়া প্রার্থীরা ভোটারদের টানতে পারেনি।’
পরে এ বিষয়ে নিশ্চিত হতে প্রিজাইডিং অফিসার উপজেলা দারিদ্র্য বিমোচন সংস্থার কর্মকর্তা মকবুল হোসেন চৌধুরীর মোবাইলে কল দিলে তিনি ভোটারদের নগন্য উপস্থিতির করুণ দশার কথা স্বীকার করে বলেন, এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৫৩৪। এখন পর্যন্ত ভোট দিয়েছে পাঁচজন। তবে পরে সর্বশেষ বিকেল ৪টা পর্যন্ত মোট ৩০ জন ভোট দিয়েছে বলে জানান তিনি। এতে ভোট গ্রহণের হার দাঁড়ায় মাত্র ১ দশমকি ৯৫ শতাংশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা