১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা - ছবি : নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার মড়লহাট জিয়াবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র বালিয়াডাঙ্গী উপজেলার মড়লহাট জিয়াবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে ও মড়লহাট বিজনেস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মুরাদ হোসেন (১৫)।

স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার মড়লহাট জিয়াবাড়ী গ্রামের তরুণ মুরাদ হোসেন শুক্রবার বিকেল ৫টায় বাড়ির বিদ্যুৎতিক সটসাকিট ঠিক করে। এ সময় মুরাদ হোসেন হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়ে গিয়ে জ্ঞান হারায়। দ্রুত পরিবারের লোকজন শুকনো বাঁশের লাঠি দিয়ে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অফিসের ম্যানেজার ইঞ্জিনিয়ার জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে অফিসের টিম পাঠানো হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement