হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ এপ্রিল ২০২৪, ২১:০৯
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় গরুবোঝাই ভটভটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হিলি-বিরামপুর সড়কের উপজেলার ডাঙ্গাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ধীমান ঘোষ জেলার নবাবগঞ্জ উপজেলার ধীরাজ ঘোষের ছেলে। অপর নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর বিরামপুরের দিক থেকে গরুবোঝাই একটি ভটভটি হিলির দিকে যাচ্ছিল। অপরদিকে হিলি থেকে মোটরসাইকেল নিয়ে বিরামপুরের দিকে হিলি বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা