হিলি স্থলবন্দরে ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ এপ্রিল ২০২৪, ১২:৫৬
পবিত্র ঈদুল ফিতর ও পহেলা নববর্ষ উপলক্ষে আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি ঘোষণায় আমদানি-রফতানি বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে এবং সচল হবে ১৫ এপ্রিল থেকে। তবে ছুটির মধ্যেও সচল থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত।
হিলি স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ‘ওই দুই উৎসবের কারণে আগামী ৯ এপ্রিল মঙ্গলবার থেকে ১৪ এপ্রিল রোববার পর্যন্ত হিলি স্থলবন্দরে ছয় দিন পর্যন্ত আমদানি-রফতানির কার্যক্রম বন্ধ রাখা হবে। ছুটি কাটিয়ে ১৫ এপ্রিল সোমবার থেকে আবারো স্বাভাবিক হবে আমদানি-রফতানি কার্যক্রম।’
তিনি আরো জানান, ‘বন্দরে ছুটির বিষয়টি ভারতীয় হিলি অ্যাক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলা হিলি কাস্টমস, হিলির বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিমিটেড, হিলি সিঅ্যান্ডএফ অ্যাজেন্টসহ আমদানি-রফতানি সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।’
এ দিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শেখ আশরাফুল ইসলাম জানান, ‘ছুটিতে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়াত বরাবরের মতোই স্বাভাবিক রাখা হবে।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা