১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবক লিটন মিয়া - ছবি : ইউএনবি

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশী যুবক লিটন মিয়ার (১৯) লাশ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার হাতীবান্ধা উপজেলার জাওরানি সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করা হয়।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, বিএসএফের হেফাজতে গুলিবিদ্ধ বাংলাদেশী যুবক লিটন চিকিৎসাধীন মারা যান। বুধবার রাত সাড়ে ১০টায় হাতীবান্ধা উপজেলার জাওরানি সীমান্তে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুর্গাপুর সীমান্ত পিলার নম্বর ৯২৩-এর পাশ দিয়ে কয়েকজনসহ গরু আনার জন্য ভারতের প্রবেশ করেছিলেন লিটন। এ সময় ভারতীয় ৭৫ বিএসএফ ব্যাটালিয়ানের রারথার বিওপি ক্যাম্পের টহলের সামনে পড়ে যান তারা।

তাদের দেখে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে লিটন মিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। বাকিরা পালাতে সক্ষম হন। আহত লিটনকে বিএসএফ সদস্যরা তাদের বিওপি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement