০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বিয়ের পরদিন বন্ধুসহ এসআই নিহত

নিহত এসআই জহুরুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের বিরামপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বন্ধুসহ এক এসআই নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে পৌর শহরের কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী জেলার জলঢাকা থানায় পুলিশের ডিএসবি শাখায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত জহুরুল ইসলাম (৪০) ও তার বন্ধু লালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোনায়েম হোসেন সুজন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে বরযাত্রীবাহী একটি বাস বিরামপুর থেকে নওগাঁর উদ্দেশে যাচ্ছিল। পথে কলেজ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এসআই জহুরুলের মোটরসাইকেল ও বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআইসহ তার বন্ধু গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, পুলিশ সদস্য জহুরুল রাজশাহীতে সাক্ষ্য প্রদান শেষে তার বন্ধু সুজনসহ মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফুলবাড়ির দিকে যাচ্ছিল। পথে বিরামপুর শহরের চাঁদপুর ফিলিং স্টেশনের সামনে ওমর ফারুক পরিবহন (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-জ-১১-২৯৭১) নামে বরযাত্রীবাহী একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে তারা দু’জনই গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে মাদককারবার দ্বন্দ্বে হাতকাটা চান্দুকে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর সাথে ১৪ দলের বৈঠক চলছে ৫ মাসে রফতানি আয় ২২২৩ কোটি ডলার ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত বৈদেশিক মুদ্রা আমানতের ওপর ব্যাংকগুলো ৭ শতাংশ সুদ দেবে : বাংলাদেশ ব্যাংক আড়াইহাজারে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা বদলি হতে পারেন ২৫০ ইউএনও, ৩২০ ওসি দিন দিন বদলে যাচ্ছে তাজমহলের শ্বেতশুভ্র রঙ কিন্তু কেন? ডেঙ্গুসহ ভাইরাসজনিত রোগ বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী : স্বাস্থ্যমন্ত্রী

সকল