১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ফুলবাড়ীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু - প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে গোসল করতে নেমে নদীতে ডুবে হাসমত হাসু (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় এই ঘটনা ঘটে।

হাসমত হাসু পৌর এলাকার সুজাপুর গ্রামের হোটেল শ্রমিক আইনুল হোসেনের ছেলে। সে সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ঘাটপাড়া এলাকায় তার বাবা নতুন বাড়ি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় হাসু তাদের নতুন বাড়ি ঘাটপাড়া এলাকায় যায়। বৃহস্পতিবার দুপুর ১২টায় বন্ধুদের সাথে খেলার একপর্যায়ে পাশের ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় গোসল করতে নামে। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় হাসু। ওই সময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশের সুরতহাল করা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement