খাবার পানি আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
- লালমনিরহাট প্রতিনিধি
- ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৫
লালমনিরহাট সদর উপজেলায় বজ্রপাতে রাসেল মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল অত্র ইউনিয়নের বুমকা গ্রামের জব্দুল হকের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রচুর বৃষ্টিপাতে মধ্যে নিজ রান্নাঘর হতে নলকূপের খাবার পানি আনতে যায় রাসেল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সেখানে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি আমাদের অবগত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা