১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

চিরিরবন্দরে বজ্রপাতে মৃত্যু ১

চিরিরবন্দরে বজ্রপাতে মৃত্যু ১ - প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে বৃষ্টিতে জমা পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রশিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীর সাহাপুর গ্রামের ঝাড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

রশিদুল ইসলাম বাবু ওইপাড়ার মোখলেছার রহমানের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রশিদুল ইসলাম বাবু বাড়ির পাশে বৃষ্টিতে জমা পানিতে মাছ ধরতে যান। ওই সময় বজ্রপাতে রশিদুল ইসলাম বাবুর মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক বজ্রপাতে মৃত্যু হওয়া রশিদুল ইসলাম বাবুর পরিবারকে এককালীন ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement