আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- নীলফামারী প্রতিনিধি
- ০৯ জুন ২০২৩, ১২:১৬
নীলফামারী সদর উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু মুছা (৪০) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আবু মুছা পাশের দোলাপাড়া গ্রামের মরহুম আবার মামুদের ছেলে।
স্থানীয়রা জানায়, মাষ্টারপাড়া গ্রামের এনামুল হকের বাড়িতে কাজ করছিলেন তিনি। সকালে গাছ থেকে তাকে আম পাড়তে বলেন এনামুল। আম পাড়ার একপর্যায়ে গাছে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোকশবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রদীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা