১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গাইবান্ধায় স্কুলব্যাগে ধারালো অস্ত্র, কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

-

স্কুলের পোশাক পরা অবস্থায় গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় গাইবান্ধা রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু স্কুলছাত্রকে ব্যাগ কাঁধে নিয়ে রেল স্টেশন এলাকায় জড়ো হতে দেখা যায়। তাদের অস্বাভাবিক চলাফেরা ও আচরণে স্টেশনে থাকা লোকজন ভীত হয়ে পড়ে।’

পরে খবর দিলে গাইবান্ধা সদর থানার পুলিশ এসে স্টেশন এলাকায় তল্লাশী চালিয়ে স্কুলব্যাগ ও স্কুলের পোশাক পরিহিত ১৬ জনকে আটক করে।

পুলিশ আরো জানায়, তাদের স্কুলব্যাগ তল্লাশী করলে বই-খাতার ভেতর লুকানো অবস্থায় কয়েক প্রকারের ধারালো অস্ত্র পাওয়া যায়।

পুলিশ অস্ত্রসহ স্কুলছাত্র আয়ান আলী, লিমন মিয়া, মুন্না আকন্দ, লিয়ন ইসলাম, মো: আলী সান, মেহেদী হাসান, মেজবাউল ইসলাম, হিমেল সরকার, শালিন, রিয়াদ সরকার, মজিদ আদনান, জীবন সরকার, রিয়াদ সরকার ও জান্নাতুল ফেরদৌসকে আটক করে।

তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে শহরের বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়ায়।

এ ব্যাপারে ওসি ওয়াহেদুজ্জামান বলেন, যেহেতু তাদের কাছ থেকে ধারালো অস্ত্র পাওয়া গেছে, তাই পুলিশ তাদের আটক করে।

গাইবান্ধা সদর থানার পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার

সকল