২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা

- প্রতীকী ছবি

জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে নীলফামারী। তীব্র রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে এই এলাকার জনজীবন। প্রচণ্ড গরমের সাথে পাল্লা দিয়ে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষজনের অবস্থা কাহিল হয়ে পড়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন ধরে নীলফামারীতে তীব্র তাপদাহ বিরাজ করছে। সকাল থেকেই সূর্য জানান দিচ্ছে তার শক্তি। বেলা বাড়ার সাথে সাথে তাপদাহর মাত্রা আরো তীব্র আকার ধারণ করছে। মানুষজন এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। রাস্তা-ঘাটে মানুষের চলাচল কমে গেছে।

এদিকে তাপদাহের সাথে শুরু হয়েছে ঘনঘন লোডশেডিং। দিন-রাত, এমনকি মধ্যরাতেও এলাকাভিক্তিক ভাগ করে লোডশেডিং দেয়া হচ্ছে। খরতাপ আর লোডশেডিং দু’টি মিলেই মানুষের ত্রাহি অবস্থা শুরু হয়েছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৩টায় সৈয়দপুরের সর্বোচ্চা তাপমাত্রা রের্কড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।


আরো সংবাদ



premium cement