আওয়ামী লীগের ভেতরে বাকশাল, বাইরে গণতন্ত্রের মোড়ক : জিএম কাদের
- রংপুর অফিস
- ২৮ মে ২০২৩, ২১:৪১

শুধু নির্বাচন নয়, রাষ্ট্রের সকল স্তম্ভ এখন এক ব্যক্তি, এক দলের হাতে চলে গেছে, তাদের ভেতরে বাকশাল বাইরে গণতন্ত্রের মোড়ক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।
রোববার (২৮ মে) সন্ধ্যায় রংপুরে দলীয় কার্যালয়ে বিভাগীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, আবার ঘুরে ফিরে বাকশাল আনা হবে। সে কারণে আমরা বলেছি সরকার নিয়ন্ত্রিত কোনো নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারের নিয়ন্ত্রণের বাইরে নির্বাচন কমিশন তৈরি করে নির্বাচন করতে হবে। যেখানে জনমানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে।
এ সময় তিনি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মানের দাবিদারের কড়া সমালোচনা করে বলেন, এটা বলতে হবে আমাদের বাজেটের টাকার অর্থে নির্মিত।
রংপুর সিটি মেয়র ও প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এ সময় মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সদস্য সদস্য সচিব আব্দুর রাজ্জাক ছাড়াও বিভাগের বাকি সাত জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। অংশ নেন বিভাগের ৫৮ উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকরাও।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা