২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

লালমনিরহাটে রেস্টুরেন্টে খেয়ে অসুস্থ ২২

লালমনিরহাটে রেস্টুরেন্টে খেয়ে অসুস্থ ২২। - ছবি : নয়া দিগন্ত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রেস্টুরেন্টের খাবার খেয়ে ২২ জন গুরুতর অসুস্থ হয়েছে।

রোববার সকালে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসাধীন দেখা যায়।

জানা গেছে, শনিবার সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারের চিড়ারমিল এলাকার রেদওয়ান রেস্টুরেন্টে পরাটা ও ডাল খেয়ে তাদের পাঁচ থেকে আট ঘণ্টা পর পেটে ব্যথা, বার বার পাতলা পায়খানাসহ বমি, জ্বর হতে থাকে। পরিবারের লোকজন তাদের শনিবার রাতে ও রোববার সকালে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. আল আকসা জানান, রাত থেকে সকাল পর্যন্ত হাসপাতালে প্রায় ২২ জন ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

চিকিৎসাধীন রবিউল ইসলাম বলেন, ‘সকালে ওই রেস্টুরেন্টে নাস্তা খেয়ে কাজে বের হই। এরপর পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা হতে থাকে। পরে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছি।’

রেদওয়ান রেস্টুরেন্টের মালিক আতিয়ার রহমানকে রেস্টুরেন্টে না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম ইসলাম নয়ন বলেন, অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়া থেকে এমন হতে পারে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
বাইরের কেউ যেন বাংলাদেশের নির্বাচনে বাধা না দেয় : নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রের কাছে রুশ হামলায় আহত ১৩ টঙ্গীতে গলা কেটে গর্তে পুঁতে রাখা হয় নারীর লাশ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির লাগাতার কর্মসূচির চতুর্থ দিন আজ কালীগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা : জনমনে আতঙ্ক ভারতের সাথে রুপিতে লেনদেন ব্যবসায়ীদের কতটা কাজে আসছে? যুক্তরাষ্ট্র-চীন ইকোনমিক ও ফিনান্সিয়াল ওয়ার্কিং গ্রুপ চালু বৃষ্টির শঙ্কা মাথায় রেখে সিরিজে এগিয়ে যাবার মিশনে নামছে বাংলাদেশ রোনালদোর জোড়া গোলে আল নাসেরের জয় সামিয়া হত্যার ১৬ দিনেও গ্রেফতার হয়নি কেউ সম্পর্ক প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে ইসরাইল ও সৌদি আরব : নেতানিয়াহু

সকল