ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেলচালক নিহত
- হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
- ০১ এপ্রিল ২০২৩, ২৩:৪৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেলচালক সামসুল হক (৬০) নিহত হয়েছেন।
শনিবার (১ এপ্রিল) বিকেল ৪টায় দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা কওমি মাদরাসার সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামসুল হক পশ্চিম কাদিহাট পাটাগড়া পঞ্চায়েত বস্তির বাতাসু মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সামসুল হক বাইসাইকেলযোগে মহারাজা বাজার থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কওমি মাদরাসা গেটের সামনে পাটাগড়া চৌরাস্তা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে সামসুল হক ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।