২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

তাঁতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের যুবক

তাঁতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের শহিদুল্লাহ। - ছবি : সংগৃহীত

 

ভারতীয় সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি গ্রামে ক্ষুদ্র তাঁত শিল্প স্থাপন করে কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন শহীদুল্লাহ নামের এক যুবক। তাঁত বসিয়ে গামছা তৈরি করছেন তিনি। স্থানীয় চাহিদা পূরণ করে পাইকারি অ্যাজেন্টের মাধ্যমে বিক্রি করছেন দেশের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে।

ফুলবাড়ীতে তাঁত শিল্পের প্রচলন না থাকায় শহিদুল্লাহর তাঁত শিল্প এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে । প্রতিদিন শত শত মানুষ আসছে তার তাঁত মেশিন দেখতে।

শহিদুল্লাহ ওই গ্রামের আমির হোসেনের ছেলে।

জানা গেছে, ছোটবেলা থেকে তাঁত শিল্পের প্রতি একটা ঝোঁক ছিল শহিদুল্লাহর। এসএসসি পাস করার পর ২০০৫ সালে সিরাজগঞ্জ, পাবনা, নীলফামারী, শাহজাদপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে তাঁতের কারিগর হিসেবে কাজ করেছিলেন তিনি। বেতন কম, সংসার চলছিল না ঠিকমতো। বাধ্য হয়ে তাঁতের কাজ ছেড়ে গ্রামে ফিরে শুরু করেন চাষাবাদ। তাতেও ব্যর্থ হন তিনি। ২০২২ সালের মাঝামাঝি সময়ে আবার ফিরে যান শাহজাদপুরের তাঁত পল্লীতে। নিজের জমানো টাকায় দুটি তাঁত মেশিন কিনে স্থাপন করনে বাড়ির আঙ্গিনায়। একজন দক্ষ শ্রমিক, নিজে ও তার স্ত্রী মিলে শুরু করেন গামছা তৈরির কাজ। এখন গামছা বিক্রি করে ছয় সদস্যের পরিবার ভালোই চলছে তার।

ফুলবাড়ী বাজারের কাপড় ব্যবসায়ীরা জানায়, শহিদুল্লাহর তাঁতের গামছার গুণগত মান ভালো। তাই বাজারে তার তৈরি গামছার চাহিদা রয়েছে।

শহিদুল্লাহ জানান, ‘এই মেশিন দিয়ে পাঞ্জাবি, কোটা শাড়ি, ওড়না, থ্রি-পিস, ফতুয়া, শাড়ি ও প্যান্ট পিস বানানো সম্ভব। কিন্তু পুঁজির অভাবে সেগুলো বানানো সম্ভব হচ্ছে না। অল্প পুঁজিতে মাত্র দুটি মেশিন দিয়ে শুধু গামছা বানাচ্ছি। সরকারি-বেসরকারি সহায়তা পেলে মেশিন ও শ্রমিক বাড়িয়ে খাদি গামছা, লুঙ্গি, ধুতি ছাড়াও বিভিন্ন ডিজাইনের কাপড় তৈরি করতে পারব। এতে নতুন কর্মসংস্থান হবে, বেকারত্ব দূর হবে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন, ‘এই এলাকায় এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার। এতে ফুলবাড়ীবাসী উপকৃত হবে। শহীদুল্লাহকে সবধরনের সহায়তা দেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা

সকল