হরিপুরে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত
- হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
- ২৩ মার্চ ২০২৩, ১৮:০৮

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পিকআপের ধাক্কায় ইব্রাহিম আলী (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার রণহাট্টা দিপালী ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক ইব্রাহিম আলী উপজেলার দামোল গ্রামের লোকমান আলীর ছেলে। ঘাতক পিকআপটি পালিয়েছে।
এলাকাবাসী জানান, ভ্যানচালক ইব্রাহিম আলী ভ্যান নিয়ে যাদুরাণী বাজারে যাচ্ছিল। রণহাট্টা দিপালী ক্লাব মোড়ে পৌঁছলে রাণীশংকৈল থেকে আসা একটি পিকআপ তাকে জোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহতকে এলাকাবাসী উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।