গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত
- গাইবান্ধা প্রতিনিধি
- ২১ মার্চ ২০২৩, ২৩:০৬
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক কাভার্ডভ্যানের ধাক্কায় মেহেদী হাসান আকাশ (২৪) নামের এক অটোরিকশাযাত্রী নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাইগ্রাম এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান আকাশ উপজেলার বরিশাল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, ওই সময় একটি অটোরিকশাযাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় রাইগ্রাম এলাকায় পৌঁছালে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে রিকশাটির ছয় যাত্রী আহত হলে এর মধ্যে মেহেদী হাসান আকাশ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এ ঘটনার সত্যতা স্বীকার করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল উদ্ধার তৎপড়তা চালায়। মেহেদী হাসান আকাশ নামের এক অটোরিকশাযাত্রী নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।