বাজি ৫০০ টাকা : সাঁতরাতে গিয়ে নিখোঁজ যুবক
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বরযাত্রীদের সাথে ৫০০ টাকা বাজি ধরে নদী সাঁতরাতে গিয়ে বাবুল মিয়া নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ বাবুল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানাপাড়া এলাকার আনিছ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাতে বাবুলের ফুফাতো ভাইয়ের বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীদের সাথে বাবুল বাজি ধরেন, সাঁতরে নদী পার হতে পারলে তাকে ৫০০ টাকা দেয়া হবে। এরপর তিনি নদীতে ঝাঁপ দেন। কিন্তু কিছু দূর অগ্রসর হলে নদের প্রচণ্ড স্রোতে তিনি তলিয়ে যান। পরে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ বাবুলকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।’