নীলফামারীর কিশোরগঞ্জে নিজ বাড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
- কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
- ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০১

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম সয়রাগন্ধা গ্রামে বৃহস্পতিবার দুপরে নিজ বাড়ি থেকে কাছিম উদ্দিনের ছেলে মজিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মজিদুল ইসলামের সাথে সকালে একই গ্রামের তমের উদ্দিনের ছেলে খবির উদ্দিনের ১৫ শতাংশ জমি নিয়ে ধাক্কাধাক্কি হয়। খবির উদ্দিন পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে শান্ত করে আসে। দুপুরে আবার পুলিশকে খবর দেয়া হয় মজিদুল ইসলাম মারা গেছেন।
এদের পারিবারিক সূত্র জানায়, প্রাথমিকভাবে পুলিশ ঝগড়া শান্ত করে এলেও পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসার পর খবির উদ্দিনের লোকজন মজিদুল ইসলামের বাড়িতে ফের হামলা করে। এ সময় ঘটনাস্থলে তিনি মারা যান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা