বিভাগীয় সমাবেশ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত সভা
- ঠাকুরগাঁও প্রতিনিধি
- ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৩

সরকারের পদত্যাগ, ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৪ ফেব্রুয়ারি রংপুর
বিভাগীয় গণসমাবেশ সফল করতে ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।
সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।