০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০, ১৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

পাটগ্রামের আলোচিত অধ্যক্ষ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

পাটগ্রামের আলোচিত অধ্যক্ষ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

লালমনিরহাট পাটগ্রামের আলোচিত অধ্যক্ষ ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) বাবুর ফাঁসির দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত হরতাল পালন করেছে স্থানীয়রা। এর আগে রোববার রাতে উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাবু পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সামাদের ছেলে।

জানা যায়, গত ২০ জানুয়ারি রাতে নিজ বাসার সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওয়াজেদ আলী। এ ঘটনায় নিহতের ছোট ছেলে রিফাত হাসান আয়াতসহ নাহিদুজ্জামান প্রধান বাবুকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে বাবুর ঘনিষ্ঠ বন্ধু আব্দুল্লাকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

কিন্তু এজাহারভুক্ত মূল আসামি বাবুকে গ্রেফতার না করায় বিক্ষুব্ধ হয় স্থানীয়রা। অবশেষে ১০ দিনের মাথায় বাবুকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। তবে উপজেলার কোন সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে, তা জানা যায়নি।

পাটগ্রাম থানার অফিসার ইনসার্চ (ওসি) ওমর ফারুক জানান, গ্রেফতার বাবুকে রিমান্ডের আবেদন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
খুলনায় সরকারের পদত্যাগ দাবিতে আইনজীবীদের পদযাত্রা ১৪ দিন ধরে নিখোঁজ হাফেজ সিয়াম কালীগঞ্জে ইউএনও'সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা যে কারণে রবীন্দ্রসঙ্গীত একেবারেই গাইতেন না শচীন দেব পদ্মায় নিখোঁজ সেই রিকশাচালক ১০০ দিন পর জীবিত ফিরল খালেদা জিয়ার বিদেশ যেতে বাধা প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বাস্তবায়ন : রিজভী চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন রাবির আমীর আলী হলে ডাইনিং-এ ‘মেস সিস্টেম' চালু পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত ইরান : সেনাপ্রধান বিশ্বকাপে নজর কাড়তে পারেন এই ৫ তরুণ জামালপুরের বকশীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

সকল