মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনা স্কুলশিক্ষক নিহত
- মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
- ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:৩২

রংপুরের মিঠাপুকুর উপজেলার লালবাগ-ভেন্ডাবাড়ি নামক সড়কের মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি
সংঘর্ষের রমজান আলী (৫৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার লালবাগ-ভেন্ডাবাড়ী সড়কের গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রমজান আলীর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মিঠাপুকুর উপজেলার সাবরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
জানা গেছে, ইটবোঝাই ট্রাকটি লালবাগ অভিমুখে ও মোটরসাইকেল আরোহী ভেন্ডাবাড়ী যাওয়ার পথে গোপালপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক ট্রাকের নিচে পড়ে ঘটনা স্থলেই মারা যান।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা