২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ঘোড়াঘাটে দু’পক্ষের সংঘর্ষে নিহত হওয়ার জেরে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ

ঘোড়াঘাটে দু’পক্ষের সংঘর্ষে নিহত হওয়ার জেরে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ। - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের ঘোড়াঘাটে দু’পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হওয়ার জেরে অগ্নিসংযোগ করা হয়েছে অর্ধ শতাধিক বাড়ি-ঘরে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার আব্দুল্লাপুর হঠাৎপাড়া গ্রামে অগ্নিসংযোগ করা হয়। এর আগের দিন বুধবার দু’পক্ষের সংঘর্ষে দু‘জন নিহত ও দু‘জন আহত হন।

নিহত দুই যুবক হলেন মো: মিম ও মো: রাকিব। মিম ওই গ্রামের হায়দার আলীর ছেলে। আর রাকিব তার ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে হঠাৎপাড়া গ্রামের ওমর আলী ও হায়দার আলীর মধ্যে ২৮ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে। এরই মধ্যে গত বুধবার সকালে হায়দার আলী তার ছেলে ও ভাতিজাকে নিয়ে ওই জমিতে পানি সেচ দিতে যান। এ সময় প্রতিপক্ষ ওমর আলী তাদের ওপর হামলা চালান। তিনি হায়দার আলীর ছেলে মিম ও ভাতিজা রাকিবকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মিম নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান রাকিব। এ ঘটনায় হায়দার আলী ১০ থেকে ১২ জনের নামে হত্যা মামলা করেন। পরে পুলিশ তাদের তিনজনকে গ্রেফতার করে।

সূত্রে আরো জানা যায়, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ক্ষিপ্ত জনতা ও দুর্বৃত্তরা হঠাৎপাড়া গ্রামের অর্ধ শতাধিক বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি দল ও পুলিশ কাজ করে।

তথ্যটি ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement