২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২ - ফাইল ছবি

দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে দু’জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দু’জন।

বুধবার সকাল ৮টার দিকে ঘোড়াঘাট উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা ডিগিপাড়া গ্রামে ২৮ শতক জমি নিয়ে হায়দার আলী ও তার প্রতিপক্ষ ওমর আলীর মধ্যে সংর্ঘষ হয়। এতে হায়দার আলীর ছেলে ও ভাতিজা প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়।

ঘটনার সুত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলা ডিগিপাড়া গ্রামে ২৮ শতক জমি নিয়ে দুপক্ষের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে বুধবার সকাল ৯টার দিকে হায়দার আলী ও তার ছেলে মোঃ মিম মিয়া (২৪) এবং ভাতিজা বিরোধ জমিতে পানি নিতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। এতে হায়দার আলীর ছেলে মিম মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া অপর ভাতিজা রকিব হাসান গুরুতর আহত হয়। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংঘর্ষে অপর পক্ষের ওমর আলীরসহ তার ছেলে ছামিরুল গুরুত্র আহত হয়। তাদের প্রথমে ওসমানপুর ও পরবর্তীতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হায়দার আলী বাদি হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলার এজাহার দাখিল করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ানম্যান আসাদুজ্জামান ভুট্রো।

তিনি বলেন, আকস্মিক এ ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।


আরো সংবাদ



premium cement
হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের উপজেলা নির্বাচন জটিলতা ভোটাধিকারের প্রতি মর্যাদা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ

সকল