২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ

বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চৌরাস্তা থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফল ব্যবসায়ীর নাম মিলন মিয়া (২৭)। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উদলানগর গ্রামের কালু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিলন রাতে ফলের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চৌরাস্তা থানা মোড়ে বালুবাহী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপর পালিয়ে গেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিক্ষুব্ধ জনতা থানায় ট্রাক নিয়ে আসার পর থানার সামনে অবস্থান নেয়। তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে তাদের সরিয়ে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement