২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গাইবান্ধায় হত্যা মামলায় রবীন্দ্রনাথের ফাঁসির রায়

-

গাইবান্ধায় রবীন্দ্রনাথ সরকার ওরফে রবি (৬০) নামের এক হত্যা মামলার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় আসামির ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ মো: আবুল মনসুর মিয়া এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডিত রবীন্দ্রনাথ গাইবান্ধা শহরের স্কুল লেন এলাকায় থাকতেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, রবীন্দ্রনাথ সরকার গাইবান্ধা শহরের স্টেশন রোডে হোমিও দোকানের আড়ালে স্পিরিট বিক্রি করতেন। বাংলা নববর্ষ উদযাপনে রবীন্দ্রনাথ সরকারের দোকান থেকে বিষাক্ত স্পিরিট কিনে পান করে গাইবান্ধা শহরের সুইপার কলোনির ছয় ব্যক্তি মারা যান। তারা হলেন বাবলু, ডাবলু, সুমিতা, ললিত, কান্তি ও মিলন।

এ ঘটনায় বাবলু ডাবলুর বোন মুন্নি বাসফোর গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর থেকে আসামি রবীন্দ্রনাথ সরকার পলাতক রয়েছেন।


আরো সংবাদ



premium cement