২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড - ছবি : নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় আমিনুল (৩০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: গোলাম ফারুক এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৭ মে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরমপুর পশ্চিমপাড়া গ্রামে ১৪ বছরের এক শিশুকে গোসলরত অবস্থায় বাথরুম থেকে অপহরণ করেন একই গ্রামের মো: আমজাদ আলীর ছেলে আমিনুল। পরে পার্শবর্তী খড়ের পালার পেছনে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে তিনি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে তার মা ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে আটক করেন। পরে মীমাংসার কথা বলে কয়েকদিন অতিবাহিত হলে সুরাহা না হওয়ায় ৪ দিন পর ১১ মে হরিপুর থানায় শিশুর মা আমিনুলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অবশেষে দীর্ঘদিন মামলার বিচারকার্য শেষে আদালতের বিচারক আমিনুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। অনাদায়ে তাকে আরো ১ বছর সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হবে।

 


আরো সংবাদ



premium cement