২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯, ২ রমজান ১৪৪৪
`

করতোয়ায় নৌকাডুবি : নিখোঁজ ৩ জনের সন্ধানে অভিযান চলবে

করতোয়ায় নৌকাডুবি : নিখোঁজ ৩ জনের সন্ধানে অভিযান চলবে - ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানের পঞ্চম দিনে কোনো লাশ উদ্ধার হয়নি। প্রশাসনের তালিকা অনুযায়ী এখনো তিনজন নিখোঁজ রয়েছে।

তাদের সন্ধানে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযানে নিয়োজিত হয়েছিল ফায়ার সার্ভিসের আটটি দল। সাথে ছিল স্থানীয় উদ্ধারকারীরাও। এছাড়াও ১২ জন ডুবুরি তিনটি দলে বিভক্ত হয়ে পঞ্চগড় থেকে দিনাজপুরের খানসামা পর্যন্ত ৩৫ কিলোমিটার নদী এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। কিন্তু বিকেলে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোনো লাশ উদ্ধার হয়নি।

নৌকাডুবির ঘটনায় মাড়েয়া ইউনিয়ন পরিষদে খোলা তথ্যকেন্দ্র সূত্র জানায়, রোববার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় গত বুধবার রাত পর্যন্ত সর্বশেষ ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন এক শিশুসহ তিনজন। তাদের উদ্ধারে বৃহস্পতিবার পঞ্চমম দিনের মতো এই উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু কোনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনজন নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করে তথ্য কেন্দ্র ও তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় জানান, নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, আগামী রোববার কমিটির তদন্ত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের নিকট জমা দেয়া হবে। তদন্ত রিপোর্টে নৌকাডুবির কারণ, দায়ী কারা এবং সুপারিশও থাকবে।

এদিকে বৃহস্পতিবার সকালে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চত্বরে নৌ দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা ও চালসহ দুই বস্তা শুকনো খাবার তুলে দেয়া হয়।

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান যৌথভাবে মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।


আরো সংবাদ


premium cement
আমার বুকের মানিক কি বিনা চিকিৎসায় মরে যাবে? চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী নোমান টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি হচ্ছে আজ থেকে, পাওয়া যাচ্ছে অনলাইনেও আরাভকে এখনো গ্রেফতার করা হয়নি : আইজিপি ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রূপপুর প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িচালকের লাশ উদ্ধার বিএনপিকে আমন্ত্রণের সিদ্ধান্ত হঠাৎ হয়নি : ইসি কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত আইপিএল খেলতে গিয়ে সতীর্থদের জন্য ক্রীড়া সামগ্রী আনতেন সাকিব দেশে গণপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠার আহ্বান জামায়াতের বান্দরবানে আগুনে পুড়ল ৩০টি দোকান ও ১৫টি ঘর

সকল