২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নীলফামারীতে ব্রীজের অভাবে ৩ গ্রামের মানুষের ভোগান্তি

ব্রীজের অভাবে সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল - ছবি : নয়া দিগন্ত

নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কোরানী পাড়া ঘাটে যমুনেশ্বরী নদীর উপর ব্রীজ না থাকায় তিন গ্রামের প্রায় দশ হাজার মানুষকে দীর্ঘ দিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, যমুনেশ্বরী নদীর কোরানীপাড়া ঘাটে ব্রীজ না থাকায় এলাকাবাসী নিজ উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করছে। এই সাঁকোটি হলো উত্তরা শশী, কালিয়াল খাতা ও উত্তর কানিয়াল খাতা গ্রামের বাসিন্দাদের নীলফামারী জেলা শহরে যাওয়ার একমাত্র সড়ক। সাঁকোর পূর্ব দিকে রয়েছে উত্তরা শশী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমে রয়েছে উত্তর কানিয়াল খাতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, কানিয়াল খাতা মাদরাসা, কানিয়াল খাতা প্রাথমিক বিদ্যালয় ও বিনোদন কেন্দ্র ওসমানিয়া উদ্যান।

প্রতিদিন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার হাজারো মানুষজনকে এই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে হয়। বর্ষার সময় নদীর পানির স্রোতে বাঁশের সাঁকো ভেঙে যায়, তখন কলা গাছের ভেলা বানিয়ে পার হতে হয় পথচারীদের। দীর্ঘ দিন ধরে এলাকাবাসী এমন ভোগান্তি পোহালেও জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

উত্তর কানিয়াল খাতা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মারুফ হোসেন, সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাশেদ মিয়া বলেন, ‘আমরা অনেক কষ্ট করে এই বাঁশের সাঁকো দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে থাকি। বর্ষার সময় কলার ভেলায় পার হতে হয়। অনেক সময় বই খাতা নদীতে পড়ে ভিজে যায়।’

স্থানীয় বাসিন্দা লাল বাবু, কৃপা রায়, আব্দুল ওহাব, মিজানুর রহমান বলেন, ‘কত লোক আইসে লেখে আর মাপি যায়, হামার কপালোত আর ব্রিজ হয় না। মেম্বার-চেয়ারম্যানরাসহ ব্রিজ করে দিবে বলে কথা দেন, কিন্তু কেউ কথা রাখে না।’

নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫

সকল