২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হিলিতে মরিচের দাম কমে ১৬০ টাকা

হিলিতে মরিচের দাম কমে ১৬০ টাকা - ছবি : নয়া দিগন্ত

হিলিতে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। এক লাফে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। দুই দিন আগেও হিলি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হলেও আজ রোববার তা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়।

ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন হিলি বাজারের ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানি অব্যাহত থাকলে কাঁচামরিচের দাম স্বাভাবিক হয়ে আসবে।

সম্প্রতি আতিমাত্রায় গরম আর বন্যার কারণে কাঁচামরিচের আবাদের ব্যাপক ক্ষতি হয়। দেশের বাজারে সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচের দাম আড়াই শ’ টাকা ছাড়িয়ে যায়। এরপর গতকাল শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু
হয়।

এদিকে মরিচের দাম কমে আসায় শস্তির নিশ্বাস ফেলেছেন ক্রেতা বিক্রেতাদের মাঝে।


আরো সংবাদ



premium cement