২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি : আওয়ামী লীগ নেতার ছেলে আটক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি : আওয়ামী লীগ নেতার ছেলে আটক - ছবি : নয়া দিগন্ত

রংপুরে রেলওয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনের ছেলে ও উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্ববায়ক মনজুর হোসেন সিয়ামকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার সকালে রংপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি যমুনা টিভির স্ক্রলের মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

জানা গেছে, শনিবার সারাদেশে একযোগে বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের প্রার্থীদের পরীক্ষা নেয়া হয় রংপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। পরীক্ষা চলাকালীন সিয়াম নকল করার কাজে নিষিদ্ধ ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করেন। যা হাতে নাতে ধরা পড়ে। পরে তাকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এর আগে সৈয়দপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে আলোচনায় আসেন সিয়াম। বর্তমানে তার এ কর্মকাণ্ড টক অব দ্যা টাউনে পরিণত হয়।


আরো সংবাদ



premium cement