২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিএসএফের বাধায় পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিদ্যুতের খুঁটিতে তার টানা বন্ধ

বিএসএফের বাধায় পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিদ্যুতের খুঁটিতে তার টানা বন্ধ। - ছবি : সংগৃহীত।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে সিস্টিয়ার পাড় এলাকায় বিএসএফের বাধায় বন্ধ হয়ে গেছে বিদ্যুতের খুঁটিতে তার টানা। এ ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়।

বুধবার নেসকো ১১ হাজার লাইনের বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় বাধা দেয় বিএসএফ।

সীমান্ত সূত্র জানায়, বুধবার দুপুরে নেসকোর কর্মীরা দহগ্রামের সিস্টিয়ার পাড় কলোনীপাড়া সীমান্তে ডিএমপি ১০ পিলারের ৬ এস সাব পিলারের কাছে নেসকোর পূর্বে বসানো খুঁটিতে তার লাগানোর কাজ শুরু করে। এ সময় ভারতীয় অরুণ ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দিলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

পাটগ্রাম বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, আমাদের ওখানে প্রায় অর্ধ কিলোমিটার পর্যন্ত বিদ্যুতের খুঁটি আগেই স্থাপন করা হয়েছে। স্থাপন করা ওই খুঁটিতে এর আগে নেসকোর কর্মীরা তার টানতে গেলে বিএসএফ বাধা দেয়। এতে সাময়িক কাজ বন্ধ রাখা হয়। বুধবার নেসকোর কর্মীরা বিজিবির সম্মতি নিয়ে আবার পিলারে তার টানতে গেলে আবারো বিএসএফ বাধা প্রদান করে। ফলে এবারেও কাজ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরিফ বলেন, ওখানে বিদ্যুতের প্রায় ৯৭ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। মাত্র তিন শতাংশ কাজ বাকি আছে। এ বিষয়ে বিএসএফের কমাডেন্টের সাথে কথা হয়েছে। সাময়িক কাজ বন্ধ আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিগগিরই কাজ শুরু হবে। ভারতের সাঁওতালটারী এলাকায় ১৫০ গজের মধ্যে বিএসএফ কালভার্ট নির্মাণ করেছে বলে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।


আরো সংবাদ



premium cement