১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু -

দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে সামিউল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

শুক্রবার জুমার নামাজের পর চিরিরবন্দর উপজেলার চার নম্বর ইসবপুর ইউনিয়নের উত্তর সুকদেবপুর কাজির ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা হয়।

সামিউল বাড়ির পাশের জমিতে ছাগল আনতে গিয়ে মারা যায়। সে একই এলাকার ফজলুর রহমানের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের ফজলুর রহমান (৩৫) ও তার দু’ বছরের ছেলে সিয়াম (২)।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর সামিউল ও আহতরা বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যায়। আকস্মিক বজ্রপাতে তারা আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিউলকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন জানান, দুপুরে বাড়ির পাশে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সামিউল, ফজলুর রহমান ও তার ছেলে সিয়ামকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক সামিউলকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তাৎক্ষণিকভাবে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা মৃতের পরিবারকে ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা করেন।


আরো সংবাদ



premium cement